সিলেট আইটি একাডেমী পরিচিতি

Posted by:

সিলেট আইটি একাডেমি কম্পিউটার-তথ্যপ্রযুক্তি এবং ফ্রিল্যান্সিং স্কিল ডেভলাপমেন্ট এ প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়ে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই অত্যন্ত সুনামের সাথে এ প্রতিষ্ঠান আইটি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই ফ্রিল্যান্সিংসহ দেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে নিজেকে দ্ক্ষ প্রোগ্রামার ও ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
বর্তমানে এখানে বেসিক কম্পিউটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও ও অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোগ্রামিং, এন্ডয়েড এপস ডেভলাপমেন্ট, পিজিডি ইন আইটি সহ ১ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ দিয়ে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি বিশেষজ্ঞ এবং প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সাররা।

প্রশিক্ষক প্রোফাইলঃ

Programming & Web Development Instructors.
Zakaria Chowdhury

মোঃ জাকারিয়া চৌধুরী Currently Work as a Software Engineer, USA

তিনি পেশায় একজন ওয়েব এবং মোবাইল এপ্লিকেশন ডেভেলপার। পড়াশোনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগে। ২০০৭ সালে তিনি ফ্রিল্যান্সিং কাজের উপর ভিওি করে প্রতিষ্ঠা করেন “ওয়েব ক্রাফট বাংলাদেশ” নামক একটি সফটওয়্যার ফার্ম। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে সবাইকে সচেতন করতে “মাসিক কম্পিউটার জগৎ” এ নিয়মিত লেখালেখি এবং জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন সেমিনারে বক্তব্য প্রদান করেন। কাজের স্বীকৃতি স্বরূপ ২০১১ সালে “বেসিস ফ্রিল্যান্সার অব দ্যা ইয়্যার” অ্যাওয়ার্ড লাভ করেন।

 

Mosrur-Chowdhury

মসরুর চৌধুরী Currently Work as a Software Engineer, USA
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সিএসসি তে অনার্স ডিগ্রী লাভ করার পর তিনি আমারিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি তে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি Webcraft Bangladesh, CREASH, a2clicks প্রভৃতি প্রতিষ্ঠানে সটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।

 

mamunমোঃ মামুন হোসাইন
পড়াশোনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগে। বর্তমানে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ সিএসসি বিভাগের ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। শুরু থেকেই তিনি সিলেট আইটি একাডেমীর সাথে প্রশিক্ষক হিসেবে জড়িত আছেন।

 

Najmul Haque

মোঃ নাজমুল হক
তিনি একজন অন্যতম ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা। ২০১০ সাল থেকে Web Development নিয়ে upwork.com এবং elance.com কাজ করেন পাশাপাশি ২০১১ সালের ২৩শে জুন SYLHOST নামে একটি ডোমেইন-হোস্টিং এবং ওয়েব সার্ভার কোম্পানি পরিচালনা করেন। তিনি সিলেট আইটি একাডেমীর আইটি কন্সালট্যান্ট হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর উপর তিনি “মাসিক কম্পিউটার জগৎ” এবং www.frelancerstory.com এ নিয়মিত লেখালেখি করেন। এছাড়াও তিনি বিভিন্ন সেমিনারে ফ্রিল্যান্সিং এর উপর তাঁর অভিজ্ঞতালব্ধ বক্তব্য প্রদান করে থাকেন।

 

salamআবদুস সালাম
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রীর অধিকারী আবদুস সালাম কাজ করেন মোবাইল অ্যাপস এবং গেমস ডেভেলপমেন্ট নিয়ে। এছাড়াও ওয়েব ডিজাইনে রয়েছে তাঁর বিশেষ দক্ষতা। তিনি ওডেস্কেও একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন দীর্ঘদিন যাবত। প্রোগ্রামিং এর দক্ষতা কাজে লাগিয়ে ইতিমধ্যেই তিনি অনেক গুলো গেমস এবং অ্যাপস তৈরি করেছেন।

 

Shoaib Hossainমোঃ শোয়াইব হোসাইন

তিনি পেশায় একজন ওয়েব প্রোগ্রামার। পড়াশোনা করেছেন সিলেট ইন্জিনিয়ারিং কলেজের সিএসসি বিভাগে। পাশ করার পর কয়েকটি প্রতিষ্ঠানে ওয়েব প্রোগ্রামার হিসেবে কাজ করার পর বর্তমানে তিনি ফ্র্রিল্যান্স ওয়েব প্রোগ্রামার হিসেবে কাজ করছেন। তিনি মূলত PHP বেজড ওয়েব এপ্লিকেশন তৈরি করেন। MVC, CodeIgniter এবং Laravel ফ্র্রেমেওয়ার্কে রয়েছে তার বিষেষ দক্ষতা।

 

Mustakimশাহ মোস্তাকিম Currently Work as a Software Engineer, Canada
তিনি একজন ওয়েব এপ্লিকেশন ডেভলপার হিসেব কাজ করছেন একটি সনামধন্য সফ্টওয়্যার ফার্মে। তিনি সিলেট আইটি একাডেমির পিএইচপি, ওওপি, লারাভেল এবং পিএইচপি দিয়ে প্রজেক্টের কোর্সগুলো নিয়ে থাকেন।

 

Pallab Sutradarপল্লব সূত্রধর Currently Work as a Software Engineer, Poland
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রীর অধিকারী পল্লব সূত্রধর কাজ করেন ওয়েব অ্যাপস এবং জাভাস্ক্রিপ্ট প্রােগ্রামিং নিয়ে। ওয়েব প্রােগ্রামিংএ রয়েছে তাঁর বিশেষ দক্ষতা। তিনি বর্তমানে varvtech এ প্রোগ্রামার হিসেবে কাজ করছেন। প্রোগ্রামিং এর দক্ষতা কাজে লাগিয়ে ইতিমধ্যেই তিনি অনেক ওয়েব অ্যাপস অ্যাপস তৈরি করেছেন। তিনি সিলেট আইটি একাডেমির PHP Programming এর ক্লাসগুলো নিয়ে থাকেন।

 

Pujhonপুজন
ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টে তিনি অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি। তিনি ফাইবার এবং পিপলপার আওয়ার মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করেন ২০১৪ সাল থেকে। ওয়েব ডিজাইনের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করতে ভালবাসেন। শখের বসে ওয়েব ডিজাইনের কাজ শিখলেও এটাই তাঁর এখন নেশা এবং পেশা।

 

Ahmad Shorifআহমদ শরীফ
বাংলাদেশের অন্যতম এবং সিলেটের সফল “ম্যাজেন্টা এবং লারাভেল ওয়েব প্রোগ্রামার” হিসেবে ইতিমধ্যেই নিজেকে ফ্রিল্যান্স প্রোগ্রামার হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকা অবস্থায়ই আইটি সেক্টরে নিজেকে জড়িয়ে ফেলেন। উচ্চশিক্ষার পাঠ শেষ করে বর্তমানে নিজের প্রজেক্টে ফুলটাইম কাজ করেন। চাকরির পেছনে না ঘুরে নিজে নিজে কিছু করার ইচ্ছা থেকেই অনলাইন মার্কেটে কাজ করা শুরু করেন। নিজে জানতে ও অন্যকে জানাতে ভালবাসেন। নিজের ব্লগে তাঁর প্রফেশন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সবার সাথে শেয়ার করেন।

 

Sharifতুষার চক্রবর্তী Currently Working in USA
তিনি একজন প্রোগ্রামার, পড়াশোনা করেন লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিভাগে। ICPC সহ বিভিন্ন প্রােগ্রামিং প্রতিযোগীতায় অংশগ্রহন করে অজর্ন করেন প্রােগ্রামিং এর মীৈলিক জ্ঞান। তিনি সিলেট আইটি একাডেমির C Programming এর ক্লাসগুলো নিয়ে থাকেন। তিনি সিলেট আইটি একাডেমির C Programming এর ক্লাসগুলো নিয়ে থাকেন।

 

রাজু আহমেদ চৌধুরী
সিলেট আইটি একাডেমির সিনিয়র ওয়েব ডিজাইনার। তিনি ফাইভারে ফ্রিল্যান্সিং এবং লোকাল ক্লায়েন্টের কাজের পাশাপাশি থিমফরেস্টে ফ্রন্ট-এন্ড ডিজাইনার হিসাবে গত ৬ বছর যাবত কাজ করছেন। পাশাপাশি তিনি সিলেট আইটি একাডেমিতে ওয়েব ডিজাইনিং এর ক্লাস নিয়ে থাকেন । বর্তমানে তিনি HTML-5, CSS-3, Bootstrap সহ Java-Script নিয়ে কাজ করছেন।
তার প্রোফাইল লিংকঃ Profile Link
তার ফাইভার প্রোফাইল লিংকঃ Fiverr
তার CodeCamp প্রোফাইল লিংকঃ CodeCamp Profile Link

 

Digital Marketing & SEO Instructors.

rupokমোঃ ইয়াসিনুল হায়দার রূপক
বাংলাদেশের অন্যতম এবং সিলেটের সফল “এসইও এক্সপার্ট” হিসেবে ইতিমধ্যেই নিজেকে অনলাইন মার্কেটে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। ২০১২ সাল থেকে SEO এবং এফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেন upwork.com এ। বর্তমানে The 4 Online Group নামে নিজের একটি ডিজিটাল মার্কের্টিং ফার্ম পরিচালনা করছেন। নিজে জানতে ও অন্যকে জানাতে ভালবাসেন। নিজের ব্লগে তাঁর প্রফেশন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সবার সাথে শেয়ার করেন। তিনি সিলেট আইটি একাডেমির SEO Instructor হিসেবেও কাজ করেন।

 

rupok

সাদিক আহমদ
তিনি ২০১২ সাল থেকে SEO এবং Content Development নিয়ে কাজ করেন। মার্কেটপ্লেসে এবং নিজের এফিলিয়েট প্রজেক্টে কাজ করেন তিনি বর্তমানে Technext Limited এ কাজের পাশাপাশি নিজের প্রজেক্টগুলোতে কাজ করছেন এবং সিলেট আইটি একাডেমির SEO মডারেটর হিসেবে কাজ করছেন। তিনি সিলেট আইটি একাডেমির SEO Instructor হিসেবেও কাজ করেন।

 

monsur

সরদার মনসুর আহমেদ
তিনি কাজ করেন OnSite SEO এবং Content Development নিয়ে। বর্তমানে কাজ করছেন The 4 Online Group এসইও টিমে। Technical SEO তে রয়েছে তার বিশেষ দক্ষতা। তিনি সিলেট আইটি একাডেমির SEO Instructor হিসেবেও কাজ করেন।

 

Graphic Design Instructors.
Md Kawsar Chowdhury

মো: কাউসার চীেধুরী
মো: কাউসার চীেধুরী একজন বেসিস ফ্রিল্যান্স আউটসোর্সিং এওয়ার্ডপ্রাপ্ত “ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার” । তিনি গ্রফিক ডিজাইনার হিসেবে কাজ শরু করেন ২০০৭ সালে একটি ফ্রিল্যান্স আউটসোর্সিং ফার্মে। বিশ্ববিখ্যাত গ্রফিক ডিজাইন মার্কেটপ্লেস গ্রাফিকরিভার এবং থিম ডিজাইন মার্কেটপ্লেস থিমফরেস্টে রয়েছে তার অনেক সাকসেফুল প্রোডাক্ট। ২০১১ সাল থেকে Odesk (Currently Upwork) ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ভাল কাজ করার স্বীকৃতীস্বরুপ তিনি বেসিস ফ্রিল্যান্স আউটসোর্সিং এওয়ার্ড ২০১৩ অর্জন করেন। সিলেট আইটি একাডেমির শুরুু থেকেই তিনি এখানে গ্রাফিক ডিজাইন প্রশিক্ষক হিসেবে কাজ করেন।

 

jabel-ahmed

জাবেল আহমদ
তিনি একজন ফ্রিল্যান্স গ্রাফিক্স এন্ড UI/UX ডিজাইনার। কাজ করছেন Head of Design Ecology Theme ইকোলজি থিম এ। ফ্রিল্যানসিং প্রজেক্ট বেজ কাজ করেন Dribble Team uinugget এ। তার কাজের Portfolio দেখে নিন তার ড্রিবল https://dribbble.com/jabelahmed এবং বিহান্স প্রোফাইল https://www.behance.net/jabelahmed থেকে

 

Zahid Hasan

জাহিদ হাসান
জাহিদ হাসান একজন সৃজনশীল UI/UX ডিজাইনার। কাজ করেন themeforest.net https://themeforest.net/user/zisan/portfolio এবং Dribble এ https://dribbble.com/Zisan_jusi এবং Ecolgoy Theme এ। গ্রাফিক ডিজাইন এ তার রয়েছে অসাধারন দক্ষতা। ফ্রিল্যান্সিং কাজের পাশাপাশি সিলেট আইটি একাডেমিতে ক্লাস নেন।

 

16472925_1242503705829181_6072942344350979097_nতারিক ইয়ামিন পড়াশোনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএসসি বিভাগে। পাশাপাশি নিজেকে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আত্মপ্রকাশ করান । বর্তমানে তিনি কাজ করেন graphicriver.net এবং fiverr.com কাজের পাশাপাশি সিলেট আইটি একাডেমিতে ক্লাস নেন।

 

Shakil

শাকিল আহমদ
পড়াশোনা করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে তিনি varvtech.com এ “ওয়েব UI/UX ডিজাইনার” হিসেবে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকা অবস্থায়ই আইটি সেক্টরে নিজেকে জড়িয়ে ফেলেন। উচ্চশিক্ষার পাঠ শেষ করে বর্তমানে নিজের ফ্রিল্যান্স গ্রফিক ডিজাইনা প্রজেক্টে ফুলটাইম কাজ করেন। চাকরির পেছনে না ঘুরে নিজে নিজে কিছু করার ইচ্ছা থেকেই অনলাইন মার্কেটে কাজ করা শুরু করেন।

 

Rana Roy

রানা রয়
রানা রয় একজন সৃজনশীল ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার। কাজ করেন upwork এবং themeforest.net এ। গ্রাফিক ডিজাইন এ তার রয়েছে অসাধারন দক্ষতা। ফ্রিল্যান্সিং কাজের পাশাপাশি সিলেট আইটি একাডেমিতে ক্লাস নেন। https://themeforest.net/user/ranaroy39

Abir Ahmed

আবীর আহমদ
তিনি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার। কাজ করেন ui8.net এবং graphicriver.net এ। গ্রাফিক ডিজাইন এ তার রয়েছে অসাধারন দক্ষতা। ফ্রিল্যান্সিং কাজের পাশাপাশি সিলেট আইটি একাডেমিতে ক্লাস নেন https://graphicriver.net/user/brood_designer/portfolio https://ui8.net/users/brood-design https://creativemarket.com/abirdesign15 এ তার কাজগুলো দেখতে পারেন। গ্রাফিক্স ডিজাইন তার কাছে নেশা এবং পেশা।

 

একাডেমিতে ভর্তি এবং কোর্স সংক্রান্ত তথ্যের জন্য নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন -

সিলেট আইটি একাডেমী
সিরাজ উদ্দিন কপ্লেক্স (২য় তলা)
আম্বরখানা পেট্রোল পাম্পের অপজিটে, সুনামগন্জ রোড, আম্বরখানা।

ফোন – ০১৭১৭ ০২২ ৬৮১, ০১৯১৯ ০২২ ৬৮১

110

About the Author:

Comments

  1. Billal Sarker  December 24, 2011

    ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্স – HTML, CSS, Javascript, PHP, MySQL, CodeIgniter, Joomla- এই কোর্সের মেয়াদ কতদিন? এবং কোর্স ফি কত? প্লিজ জানাবেন।

    reply
    • Sylhet IT Academy  December 27, 2011

      call us at ০১৭১৭০২২৬৮১

      reply
      • Billal Sarker  December 30, 2011

        ৩০/৩২ টা ক্লাস কি এক মাস বা দেড় মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব? আমি ঢাকায় থাকি। আমি চাচ্ছি ক্লাসগুলো করার সময় সিলেটে এক মাস বা দুই মাস থাকবো।

        reply
        • Sylhet IT Academy  December 30, 2011

          ৩০/৩২ টা ক্লাস দেড় মাসের মধ্যে করা সম্ভব নয়।

          আমাদের HTML, CSS, Javascript এর ক্লাস হয় ১২টা
          PHP, MySQL ক্লাস হয় ১৪টা
          CodeIgniter/Joomla/Wordpress ক্লাস হয় ১২টা
          এটি হচ্ছে প্রতিটি মডিউলের আলাদা হিসাব।
          সবগুলো মডিউল একটি প্যাকেজের মধ্যে আছে, এই প্রাকেজের ক্লাস হয় ৩২টা । এই প্যাকেজ করতে মিনিমাম ৩ মাস লাগবে।
          আপনি ইচ্ছে করলে প্রতিটি মডিউল আলাদাভাবে করতে পারেন । আমাদের একটি ব্যাচ শুরু হবে ৩ জানুয়ারি থেকে, এই ব্যাচে নেত্রকোনা থেকে একজন স্টুডেন্ট আছেন, আপনি ইচ্ছে করলে এই ব্যাচে ভর্তি হতে পারেন ।

          reply
          • Billal Sarker  December 30, 2011

            আচ্ছা, থাকার ব্যাপারে কি আপনারা কোনো হেল্প করতে পারেন? মানে মেস কিংবা এ ধরণের কোথাও থাকতে চাই। হেল্প করতে পারেন? তাহলে আমি ৩ জানুয়ারি’র ব্যাচে ভর্তি হয়ে যেতে চাই। প্লিজ জানান।

          • Sylhet IT Academy  December 31, 2011

            আপনি ০১৭১৭০২২৬৮১ নাম্বারে ফোন করে থাকার ব্যাপারে নিশ্তিত হয়ে নিন ।

          • s i habib  December 14, 2017

            আসসালামু আলাইকুম, আমি ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের উপর বিভিন্ন টিউটোরিয়াল কিনে শিখার চেষ্টা করতেছি কিন্তু এখন আমার মনে হচ্ছে কোন অভিজ্ঞ ব্যক্তি বা একাডেমীর সাহায্য নেওয়া প্রয়োজন, প্লিজ আমাকে যদি জানাতে এই বিষয়ের উপর কোর্স করতে আমাকে কত টাকা কোর্স ফি দিতে হবে, প্লিজ জানালে আমি উপক্রিত হবো

          • IT Academy  December 14, 2017

            Thanks for your interest
            Please visit our office for live discussion.
            Contact Us
            Sylhet IT Academy
            Dishari – 145, Hawapara, Chowhatta, Sylhet
            Phone: 01717022681

        • anamulhaque  October 23, 2016

          graphics design or web development er nex new beach kobe theke start hobe. date janaben.
          class time and day janaben.

          reply
          • IT Academy  November 7, 2016

            Graphic Design & web development er next new beach start hobe 15 Nov. 2016

        • Jakir hussain  February 7, 2020

          আমি কি android app development এর কোর্স করে এন্ড্রুয়েড এপ বানিয়ে প্লে স্টোরে দিয়ে টাকা উপার্জন করতে পারব

          reply
      • akash abir  December 1, 2014

        Vaiya…. Basic web design shikhle ki ami (www.awarabd.com) er moto puro site e develop korte parbo??? Ami developing er kaz janina. Ek devloper ke diye kaz koratam. Se amar site ta nijer kore niyeche. I mean, churi koreche. Ami course kore ki apnader kach thekei domain hosting, cpnnl, everything buy korte parbo????

        reply
        • Sylhet IT Academy  December 2, 2014

          আপনি বেসিক ওয়েব ডিজাইন শিখে কোন সাইট ডেভেলাপ করতে পারবেন না । সাইট ডেভেলাপ করতে চাইলে আপনাকে ওয়েব ডেভেলাপমেন্ট কোর্স করতে হবে । আপনি ডোমেইন কিনতে চাইলে আমাদের কাছ থেকেই কিনতে পারবেন এক্ষেত্রে আপনাকে http://www.sylhostbd.com এ যোগাযোগ করতে হবে ।

          reply
      • Kalam Ahmad  October 9, 2017

        ICT admission kobe.ami admission nite aci.

        reply
        • IT Academy  October 10, 2017

          Please visit our office for live discussion.
          Sylhet IT Academy
          Dishari – 145, Hawapara, Chowhatta, Sylhet
          Phone: 01717022681

          reply
    • Abdur Rahman  May 8, 2015

      স্যার,
      আমি HSC পরিক্ষার্থী ।
      রমজানের পর আমি আপনাদের সকল কোর্স ( 1. Basic Computing – Windows (Windows XP/ Windows 7 ), Linux (Ubuntu/Linux Mint), MS Office (Word, Excel, PowerPoint, Access)

      2. Programming– C, c#, Java

      3. Web Development – HTML, CSS, Javascript,Jquery, PHP, MySQL, CodeIgniter, Joomla/WordPress

      4. Mobile Application Development – iPhone or Android

      5. Professional Web Design – Targeted Marketplace – Odesk.com, Freelance.com, Themeforest.net

      6. Search Engine Optimization – SEO

      7. Graphics Design – Photoshop/­Illustrator

      8. Professional Graphics Design – Targeted Marketplace – All Freelancing Marketplace, Graphicriver.net

      9. Animation – Flash, 3ds Max, Blender

      10. Database Programming – MS Access, Oracle, MySQL
      Freelance & Outsourcing
      #Graphics Design #Web Development #SEO #Affiliate Marketing #Android Apps Development #Programming & Database Management #Basic Computing #Freelance Outsourcing ) করতে চাই ।

      রমজানের পর কি কোনো ব্যাচ আছে এবং এই সকল কোর্স এর মোট ফি কত ??
      জানালে খুশি হবো ●

      reply
      • Sylhet IT Academy  June 1, 2015

        রমজানের পর ব্যাচ আছে। আপনি বিস্তারিত জানতে ০১৭১৭ ০২২ ৬৮১ এই নাম্বারে ফোন করুন 12pm-8pm এর মধ্যে । ধন্যবাদ

        reply
      • apurba das  December 1, 2020

        ami freelensing a kaj sikte chi,apnadar ki online class neya hoy, courcs fess kotho,

        reply
  2. shariful hasan  January 23, 2012

    গ্রাফিক্স ডিজাইন কোর্স – Photoshop/Illustrator
    প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন – Targeted Marketplace – All Freelancing Marketplace, Graphicriver.netগ্রাফিক্স ডিজাইন কোর্স – Photoshop/Illustrator

    ওপরের ২ টি কোর্সের ফি কত ?
    কতদিন লাগতে পারে এটি শেষ করতে ?

    reply
    • Sylhet IT Academy  January 23, 2012

      কোর্স এর ফিস জানতে ০১৭১৭০২২৬৮১ নাম্বারে ফোন করুন

      reply
  3. Abdul Aziz Khan  January 27, 2012

    sir, How are you?
    I learn to web page design and development . Now What I will do?

    reply
  4. bossmahbub  January 29, 2012

    I want to learn programming so what can i do now and can u tell me cost of programming course

    reply
  5. Monish Roy  February 4, 2012

    I want to know about your outsourcing program. How long is it & how much costly that is. Let me give above information pls.

    reply
    • Sylhet IT Academy  February 4, 2012

      It’s 2-3 hours program. no cost, it’s totally free
      We provide freelancing guideline and technical information here.

      reply
  6. Ruhul AMin  February 4, 2012

    ami onak din dor ay kujtaci online ar upor earn korbo kintu valo kono training center painai. ami dhaka taki. apnader ki dhaka kono training center asay. janaly upoker hoito

    reply
  7. aminul  February 4, 2012

    May I know the time of free seminar?

    reply
  8. Dr.hannan  February 6, 2012

    shobe vhalo tobe,ghore boshe kichu korar poth dhekhchina ,bhoush,shojogh,amakey kichoe kortedhebana.hae kopal.

    reply
  9. johnshumon  October 17, 2012

    ভিজিটরদের কমেন্ট পড়ে অনেক মজা পাইলাম! :D

    reply
  10. T.I.O  November 9, 2012

    ভাই, শুক্রবারে বন্ধ থাকে কেন? কালকে আসলে খোলা পাব তো ???

    reply
    • Sylhet IT Academy  November 12, 2012

      হা শুক্রবার ছাড়া অন্যদিনগুলিতে খোলা পাবেন

      reply
  11. অয়ন  August 23, 2013

    setmbr a ki outsourcing and wed degine ar kno coursc a admit howa jaba????

    reply
  12. Rumon  January 2, 2014

    Ami ekjon chakri jibi. Amar office time 10:am – 7.30:pm. Friday te graphics and webpage design er upor kuno course kora jabe ki? tahole amra koekjon mile seta kortam

    reply
    • Sylhet IT Academy  March 2, 2014

      Sorry for late reply. Amder friday te off day, tai Faiday te kuno class hoy na.

      reply
  13. Rumon  April 7, 2014

    Apnader last class schedule ta ki 8.00pm teke suru kora jabe, ta hole amar jonno subida hoto Please!!!!!!!!

    reply
    • Najmul Haque  April 8, 2014

      Sorry, we can’t start class from 8pm. it’s our office closing time

      reply
  14. Rumon  April 17, 2014

    Well, if u don`t mind can i know that, have any trainer in your institute who has give the personal training about SEO OR Graphics with Freelancer. Please Don`t mind i want very interest for this program Please Please!!!!!!!

    reply
    • Sylhet IT Academy  September 9, 2014

      Thanks for your comment.
      Yes we have many trainer in both of two. But Bro we are Sorry to say that we are not give personal training. Already we made a batch, we will start from next week. You can come to our office for knowing other thing.
      thanks

      reply
  15. Abir Ahmed  July 29, 2014

    I want to start Professional Graphics Designing course, when should I come after eid And do I need any basic skills to start this course

    reply
  16. Abir Ahmed  August 21, 2014

    Goto soptahe aami Basic Graphic Design course a admission nilam ebong aapnader kormoroto staff bollen ei soptaher Saturday class sooroo hobe, aaj Thursday, i.e aarek Saturday prai aaeshe poreche kintoo aapnara ekono class start korenni, aami phone korlam ebong phone a jaanano holo je class jedin start hobe seidin janano hobe (aami Saturday teh phone korechilam kintoo ekono koono phone call eseni), ei rokom non-professionalism er maane ki?

    reply
    • Sylhet IT Academy  September 6, 2014

      ohh we are extremely sorry bro.
      Apni hoyto janen amader Office goto mashe change hoise, Ai jonno amader administrative onek kichu change hoise. tai hoyto apnake inform kora hoyni. R amader course tao o start hoyni, tai hoyto jananu hoyni.
      anyway ai shoptahe amader ai course ta start hobe, Apni office ashe vorti hoye jan tahole r oidhoroner problem hobena.
      Thank’s

      reply
  17. tufayel mahmud  September 14, 2014

    online earning ar jonn কোন কোর্সটি সবচেয়ে ভাল হবে… তা ছাড়া আমি একজন বেকারl online earning পেশা হিসেবে নিতে চাইl

    reply
    • Sylhet IT Academy  September 16, 2014

      আইটা আসলে নির্ভর করছে আপনি কি জানেন তার উপর। আপনি যে কোন ১টা বিষয়ে expert হোন। আমাদের এখানে web design & Graphics design এর কোর্স আছে। আপনি যে কোন ১টা তে expert হোন। ২টাই ভাল online earning এর জন্য।
      ধন্যবাদ…

      reply
  18. Niazi Niaz  November 26, 2014

    I want to know details about ORACLE Course.
    Duration of course, course fee etc.
    Hope you will be kind enough to reply me soon.
    Take care.

    reply
    • Sylhet IT Academy  November 27, 2014

      Course Name: Database Administration – ORACLE
      Course Price: 5000 BDT
      Class: 14/ 2 hours per class

      reply
  19. Habibur Rahman  December 13, 2014

    আমি কলেজে পড়ি, online earning আমি পেশা হিসেবে নিতে চাই। আর আমি কাজ শিখার জন্য web Design বেচে নিয়েছি, কিন্তু আমি জানতে চাই – এর মাধ্যমে কি আমি সম্পুর্ন ভাবে out sourcching কাজ করতে পারবো। এবং কোনো স্কুল বা কলেজের Web site তৈরি করতে পারবো। এতে কোনো ধরনের সমস্যার সম্মুখিন হতে হবে, কি না। তা জানাবেন plzzzzz.

    reply
    • Sylhet IT Academy  December 14, 2014

      Online earning এর ক্ষেত্রে Web Design একটি ভাল পেশা। Web Design এ আপনার দক্ষতা এবং অধ্যবসায়ের মাধ্যমে আপনি সম্পুর্ন ভাবে Outsourcing করতে পারবেন। আপনি যদি ভাল কোন প্রতিষ্ঠানে Web Design এর কোর্স করেন তাহলে অবশ্যই আপনি স্কুল বা কলেজের Web site তৈরি করতে পারবেন।

      reply
  20. Raj Debnath  December 28, 2014

    আপনাদের প্রতিষ্টানটি সিলেট এর কোন জায়গায়। এখানে কি সম্পুর্ণ ফ্রিলান্সিং কোর্স সিকতে পারব ও কত টাকা লাগবে।

    reply
    • Sylhet IT Academy  December 28, 2014

      আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ১৪৫ দিশারী, হাওয়াপাড়া, সিলেট-৩১০০ । আপনি আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হলে অবশ্যই সম্পূর্ণ ফ্রিলান্সিং কোর্স শিখতে পারবেন। কোর্স ফি সম্পর্কে জানতে ০১৭১৭ ০২২ ৬৮১ এই নাম্বারে যোগাযোগ করুন।

      reply
  21. Niaz Mahmud  January 3, 2015

    আমি বর্তমানে সাস্টে অধ্যয়ন রত।আমি আপনাদের একাডেমিতে ভর্তি হয়ে গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই।সাস্টের কাছাকাছি কি আপনাদের কোন শাখা আছে?দয়া করে আমাকে কি গ্রাফিক্স ডিজাইনিং এর কোর্স ফি টা জানাতে পারবেন?

    reply
    • Sylhet IT Academy  January 4, 2015

      সাস্টের কাছাকাছি আমাদের কোন শাখা নেই। দিশারী-১৪৫,হাওয়াপাড়া,সিলেট এটিই আমাদের একমাত্র শাখা। কোর্স ফি জানতে আপনি ০১৭১৭ ০২২ ৬৮১ এই নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।

      reply
  22. Al Amin  January 5, 2015

    apnader protishtane ki seo er kunu course ase…ami jodi course kori taile ki profesional seo expert howa jabe??

    reply
    • Sylhet IT Academy  January 6, 2015

      আমাদের প্রতিষ্ঠানে এসইও কোর্স আছে। Professional seo expert হওয়ার জন্য আপনাকে আপনার skill বাড়াতে হবে, তার জন্য প্রয়োজন আপনাকে আপনার কাজের প্রতি নিবেদিত হওয়া ।

      reply
  23. Bodrul  February 15, 2015

    আমি এবার SSC পরীক্ষা দিচ্ছি। আমি এবং আমার বন্ধু পরীক্ষার পর outsoursing শিখতে আগ্রহী। আমরা গ্রাফিক্স ডিজাইন এর উপর কোর্স করতে চাই। কোর্সটি করতে কতদিন লাগবে এবং এর জন্য খরচ কেমন হবে তা জানালে খুশি হবো। ওই সময় আপনাদের প্রতিস্টানে কি কোর্সটি করা যাবে……????

    reply
    • Sylhet IT Academy  February 15, 2015

      গ্রাফিক্স ডিজাইন এর কোর্স ফি ১০০০০/- এই কোর্সটি করতে ৩ মাস সময় লাগবে । অবশ্যই আপনি আপনার পরীক্ষার পর আমাদের প্রতিষ্ঠানে কোর্সটি করতে পারবেন ।

      reply
  24. Ali Haydar  February 19, 2015

    ভাই আমি ফ্রিলান্সার হতে ইচ্ছুক, আমি বলতে চাই যে, কিভাবে আমি বিদেশি ক্লাইন্ডের সাথে আমার যোগাযোগ স্থাপন করতে পারি? বা বিদেশে কিভাবে আমার পরিচিতি লাভ করবো, plzzz janaben ভাই

    reply
  25. Hizbur Rahman Jibon  May 31, 2015

    Are there any courses for college-going students?

    reply
  26. shamuel rabon  July 28, 2015

    এই সব কোর্সগুলো করতে educational background কি লাগবে?

    reply
  27. Shahinur rahman  July 28, 2015

    ভাই আমি এক জন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই এজন্য আমাকে প্রথমে কোন কোর্স টি করতে হবে প্লিজ বলবেন কি আমি রাষ্টবিঞ্জানে অনার্স পড়তেছি

    reply
    • Sylhet IT Academy  August 8, 2015

      At First Learn Web Design OR Graphic Design. call us 010717 022 681 for details.

      reply
  28. Montush  August 18, 2015

    CC software কোথায় পাবো, এবং price কত?

    reply
  29. Hachibur Rahman  December 21, 2015

    আমি Leading University তে কম্পিউটার ইন্জিনিয়ারিং এ ভর্তি হয়েছি। আমি ফ্রিল্যান্সিং করতে চাই এব. তাতে প্রতিদিন দুই ঘন্টার বেশী সময় ব্যায় করতে চাই না।
    আমি কোন ধরনের কাজ করতে পারি।

    reply
    • IT Academy  January 5, 2016

      Protidin matro 2 hours somoy diye apni kono freelancing kaj e korte parben na. At least 5/6 hours lagbe.

      reply
  30. MD AMINUL ISLAM DIPU  January 23, 2016

    I want to know about your Freelance Outsourcing Course and Course fee. You also tell me how many time in this course completed.

    reply
    • IT Academy  January 23, 2016

      ফ্র্রিল্যান্সিং করতে হলে আপনাকে আইটির যেকোন একটি বিষয়ে দক্ষ হতে হবে । যেমন – ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও , এফিলিয়েট মার্কেটিং, এন্ড্রয়েড এপস ডেভলাপমেন্ট ইত্যাদি। এসব বিষয়ের যেকোন একটিতে দক্ষ হলে আপনি ফ্র্রিল্যান্সিং করতে পারবেন আর এসব বিষয়ে দক্ষতা না থাকলে প্রথমে যেকোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জনের পর ফ্রিল্যান্সিং করতে পারবেন।
      ফ্রিল্যান্সিং করার জন্য কোর্সসমূহ:
      1. Graphic Design (Basic Graphic Design, Professional Graphic Design)
      2. Web Development (Basic Web Design, Professional Web Design, Advanced Web Programming, Web Programming using Framework)
      3. Android Apps Development
      4. Search Engine Optimization (SEO), Affiliate Marketing

      Call@ +88 01717022681 for course duration and respective fees.

      reply
      • MD AMINUL ISLAM DIPU  January 23, 2016

        Thank you for your kind information.

        reply
  31. এম কে আহমেদ  March 28, 2016

    স্যার, আমি ফ্রিলান্সার হিসাবে নিজেকে প্রতিশটিত করতে চাই, আমার আগ্রহ – গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, ও ওয়েবসাইট ডিজাইন শিখা,
    ওয়েবসাইট ডিজাইন আর ডেভেলাপমেণ্ট দুটি কই আলাদা বিষয় ? একজন ওয়েব ডিজাইনার কি ওয়েব ডেভেলাপমেণ্ট ও করতে পারেন ?
    এ সম্পর্কিত কোর্স আলাদা আলাদা ভাবে করতে হবে , নাকি একসাথে করা যায় ? ইনশাল্লাহ আমি আপনাদের কোর্স করবো।
    আগ্রিম ধন্যবাদ।

    reply
    • IT Academy  March 28, 2016

      ফ্রিল্যান্সিং-এ আপনার আগ্রহকে সাধুবাদ জানাই। ফ্রিল্যান্সাররা সাধারণত যেকোনো একটি বিষয়ে খুবই দক্ষ থাকেন এবং সে বিষয়েই কাজ করেন।
      প্রশিক্ষনের জন্য আমাদের প্রতিটি বিষয়ের জন্যই আলাদা আলাদা কোর্স রয়েছে। আপনার যে বিষয়ে আগ্রহ বেশি সে বিষয়ে প্রশিক্ষণ নিতে পারেন।
      অবশ্যই ওয়েব ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্ট দুটি আলাদা বিষয়। একজন ওয়েব ডেভেলপার ও একজন ওয়েব ডিজাইনারের কাজ সম্পূর্ণ ভিন্ন। তবে কোনো ডিজাইনার যদি ডেভেলপমেন্ট কিংবা ডেভেলপার ডিজাইনিং-এর কাজ করতে চান সেটি ভিন্ন জিনিস।
      একইভাবে কেউ যদি আগ্রহবশত ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটোই শিখতে চান সেটিও আমরা নিরুত্সাহিত করিনা। আমাদের এখানে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট দুটি আলাদা প্যাকেজ।
      ধন্যবাদ।

      reply
  32. MD Ashraful islam  April 19, 2016

    আমি আপনাদের একাডেমী তে ফ্রিলান্সিং কোর্স করতে আগ্রহি আমি গ্রাফিক্স ডিজাইন এর উপর ফ্রিলান্সিং করতে চাই।তো সেই ক্ষেত্রে আপনাদের কোর্স কতদিনের হবে আর সম্ভাব্য ক্লাস টাইম কি হতে পারে প্লিজ আমাকে জানাবেন…..

    reply
    • IT Academy  April 19, 2016

       আমাদের এখানে Graphic Design দুটি কোর্স :
      ১) Basic Graphic Design [Fee: 5500 BDT, 12 Classes/ 3 Class per week / 2 hours per class ]
      ২) Professional Graphic Design [Fee: 7500 BDT, 16 Classes/ 3 Class per week / 2 hours per class ]

      Basic Graphic Design-এ আমরা ফটোসপ এর বিভিন্ন টুলস শিখানো সহ বেসিক কিছু লগো ডিজাইন, কার্ড ডিজাইন ইত্যাদি দেখানো হয়। আর Professional Graphic Design-এ ফ্রিল্যান্স মার্কেটপ্লেস Graphicriver.net upwrok.com peopleperhour.com freelancer.com এর প্রজেক্ট বেইজ কাজ দেখানো হয়।
      টোটাল ফি: ১৩০০০
      বর্তমানে ২০% ডিসকাউন্ট ফি: ১০৫০০ টাকা (আপনি দুইবারে এটি পেমেন্ট করতে পারবেন)

       আমাদের গ্রাফিক্স ডিজাইনের নতুন ব্যাচ শুরু হবে ২৫ এপ্রিল ।
      আপনি এই ব্যাচে ভর্তি হতে চাইলে ২৫ তারিখের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন।

      যোগাযোগের ঠিকানা:
      দিশারী – ১৪৫ , হাওয়াপাড়া, সিলেট।
      ফোন: ০১৭১৭ ০২২ ৬৮১, ০১৯১৯ ০২২ ৬৮১

      reply
  33. ফাহিম উদ্দিন  June 5, 2016

    ভাই আমি শাহপরান থাকি। আমার ফ্রিলেন্স শিখার খুব ইচ্চা। এখন আমি এটা শিখতে চাই। আমি আপনাদের সাথে কি ভাবে যোগাযোগ করতে পারি/

    reply
    • IT Academy  June 5, 2016

      যোগাযোগের ঠিকানা:
      দিশারী – ১৪৫ , হাওয়াপাড়া, সিলেট।
      ফোন: ০১৭১৭ ০২২ ৬৮১, ০১৯১৯ ০২২ ৬৮১

      reply
  34. sohag Hossain  August 18, 2016

    ami kon cource ta suru korte pari age . please janaben

    reply
    • IT Academy  August 20, 2016

      apni basic computer diye start korte paren. call 01717 022 681 for details.

      reply
  35. Zahid Ahmed  August 29, 2016

    Ji baia sylhet it academy te course teachers kun kun sir and sir der somporke in details bolle balo hobe…………
    thanks

    reply
  36. Rojot Das  October 17, 2016

    Bhaia ami outsourcing er training nite chai..
    etar fee koto taka hobe kindly ektu bolben?

    reply
    • IT Academy  October 18, 2016

      অনলাইন আর্নিং বা ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে যেকোন একটি বিষয়ে দক্ষ হতে হবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন/ ওয়েব ডিজাইন/ এসইও/ প্রোগ্রামিং পারেন তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর না পারলে উপরের যেকোন একটি বিষয় শিখে নিতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।

      যোগাযোগের ঠিকানা:
      দিশারী – ১৪৫ , হাওয়াপাড়া, সিলেট।
      ফোন: ০১৭১৭ ০২২ ৬৮১, ০১৯১৯ ০২২ ৬৮১
      ওয়েবসাইট: http://www.sylhetitacademy.com/contact

      reply
  37. Syed Al Amin  October 23, 2016

    Baia,ami apnadar ai 16 ti class korta chai ,amar jono koto mas a class gula sas kora sombob ..ar sompuro fee koto..

    reply
    • IT Academy  November 15, 2016

      Contact Us:
      Dishari- 145, Hawapara, Sylhet.
      Phone: 01717 022 681, 01919 022 681

      reply
  38. MD RUBEL AHMED  November 1, 2016

    Ami Android Application Development course ti korke chai.. Rajshahi te apnader kono brunch ache ki ?

    reply
  39. Ifter jahan  March 1, 2017

    Apnader next professional web design course er batch kobe start hobe ?? ar ei course tar fee koto ??

    reply
    • IT Academy  March 26, 2017

      Next month ar 1 tarik theke next professional web design course start hobe.

      reply
  40. md.gulamsarwar  September 22, 2017

    thank you sylhet it academy family

    reply
  41. Shipon Ali  November 9, 2017

    Sir , assalamualicum
    Apnade ki mobile phone er course ase. Like mobile software,unlock,flash all things

    reply
  42. দিনার  November 25, 2017

    আমি গ্রাফিক্স ডিজাইন এর এ-জেড সব কিছু শিখতে চাই । এর জন্য আমার কতদিন সময় লাগবে? কোর্স ফি কত জানালে উপকৃত হব।

    reply
    • Sylhet IT Academy  December 3, 2017

      We have 3 courses for Basic to UI?UX Professional

      1) Basic Graphic Design cost 5500 BDT
      2) Professional Graphic Design 7500 BDT
      3) UI/UX Cost 8000 BDT
      4) Freelancing Course Free with above three course

      Time needed 6 months. Details Here http://www.sylhetitacademy.com/graphics/

      reply
  43. Abdul Alim  December 3, 2017

    You don’t mind sir could I call you for knowing about outsourcing courses

    reply
  44. saif  April 30, 2018

    স্যার, আমি ওয়েব ডিজাইন এর কাজ জানি (HTML+CSS+Bootstrap framework) কিন্তু আমি ফাইভার বা আপওয়ার্কে কোন কাজ পাচ্ছি না। এখন আমি কি করতে পারি

    reply
    • Sylhet IT Academy  May 8, 2018

      Please call us for help 01717 022 681 We can help you in this regards. We need live discussion.

      reply
  45. iftekhar  September 8, 2018

    shuaib sir is best sir, in the my life……………………………………

    reply
  46. Zaman  May 19, 2019

    borthomane UX/UI instructor ke ke ase?

    reply
  47. Md Limon Ahmed  June 11, 2019

    ভাই সফল ভাবে ফ্রিলান্সিং করার জন্য কোন কোন কোর্স করতে হবে এবং ফি কত। আর পরবর্তী ব্যাচ কখন শুরু দয়া করে জানাবেন

    reply
    • Sylhet IT Academy  June 25, 2019

      Graphics Design and UI/UX Design shikte paren. valo hobe. next batch 03 July start hobe.

      reply
  48. Shemanta Gupta  March 10, 2020

    আমি এসএসসি পরীক্ষা শেষ করেছি।Computer শিখতে চাই।Computerএ ভর্তি হতে ফি কতো লাগবে?

    reply
  49. nadim ahmed  December 12, 2020

    আস্সালামালাইকুম।আমার ওয়েব ডেপেলোভমেন্ট শিখার আগ্রহ আছে।এই কোর্সটি শিখতে বর্তমানে কত টাকা লাগবে। তাছাড়া আমি ক্লাস ৯ এ পড়াশোনা করছি আমি কী এটা শিখতে পারব।

    reply

Leave a Reply to bossmahbub
click here to cancel reply


6 − = two


  1. canada pharmacies  February 14, 2019