সহকারী পরিচালকের “তথ্যপ্রযুক্তি উদ্দোক্তা” সম্মাননা অর্জন

Posted by:

সিলেট আইটি একাডেমির সহকারী পরিচালক মো: নাজমুল হক একজন ফ্রিল্যান্সার এবং তথ্যপ্রযুক্তি উদ্দোক্তা। ২০১০ সাল থেকে ওডেস্ক (বর্তমানে আপওয়ার্ক) এবং ইল্যান্স এ ফ্রিল্যান্সিং এর পাশাপাশি SYLHOST নামে একটি ডোমেইন হোস্টিং এবং ওয়েব সার্ভার কোম্পানি চালু করেন। ফ্রিল্যান্সিং এর স্বীকৃতিসরূপ তিনি জাতীয় গণমাধ্যমে নানান সময়ে ফিচারড হন। সিলহোস্ট এর সফলতার জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) সিলহোস্ট কে ২০১৪ সালে “উদ্দোক্তা সম্মাননা” পুরস্কার প্রদান করে।

0

About the Author:

Add a Comment



1 × seven =